দির্ঘদিন পর মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা র বর্নি ইউনিয়নে আওয়ামীলীগের সম্মেলন হচ্ছে আগামী ২৮ অক্টোবর ২০২২ রোজ শুক্রবার বেলা ৩ ঘটিকার সময় বর্নি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্টিত হতে যাচ্ছে।
সম্মেলন কে ঘিরে এলাকায় নেতা কর্মীদের মাঝে চলছে বিশাল উৎসা উদ্দিপনা ও প্রস্তুতি। দির্ঘদিন যাবত ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন না হওয়াতে দলের মধ্যে চলছিলো নানান ক্ষোভ, বিদ্বেষ বিরহ আর বিশৃঙ্খলা। নেতৃতহীন হয়ে পড়েছে ইউনিয়নে আওয়ামীলীগের কর্মীরা। কেহ কারও নেতৃত্বে মানতে না রাজ। সবাই নিজেদের মতো চালাচ্চেন দলীয় কার্যক্রম।
সটিক নেতৃত্বের অভাবে ও ইউনিয়নের আওয়ামীলীগের নেতা কর্মীদের অবমুল্যায়ন ও বিভিন্ন বিষয় নিয়ে সাধারণ সম্পাদকের উপর ক্ষুব্দ ইউনিয়নের সর্বস্তরের নেতা কর্মী। বিষয়টি চুড়ান্ত ভাবে দলের জেলা পর্যায়ের নজরে আসে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জোবায়ের হোসেনের বিশাল ব্যাবধানে পরাজয়ের পর। এই পরাজয়টি দলের জন্য একটি বিশাল লজ্জাজনক। এমতাবস্থায় ইউনীয়নে সটিক নেতৃত্বের মাধ্যমে দলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সম্মেলন অতী জরুরি হয়ে পড়ে।
সম্মেলনে প্রধান অথিতি হিসাবে উপস্থিত থাকবেন বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সাংসদ, বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আলহাজ মোহাম্মদ শাহাব উদ্দিন।
এতে সভাপতিত্ব করবেন : মোহাম্মদ নিজাম উদ্দিন। ভারপ্রাপ্ত সভাপতি বর্নি ইউনিয়ন আওয়ামীলীগ।
বিশেষ অথিতি হিসাবে উপস্থিত থাকবেন : শোয়েব আহমদ – চেয়ারম্যান বড়লেখা উপজেলা ও সাংগঠনিক সম্পাদক বড়লেখা উপজেলা আওয়ামীলীগ।
বিশেষ অথিতি হিসাবে উপস্থিত থাকবেন ১. মোহাম্মদ রফিকুল ইসলাম সুন্দর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বড়লেখা উপজেলা আওয়ামীলীগ। ২. মোহাম্মদ সিরাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা. সহ সভাপতি – বড়লেখা উপজেলা আওয়ামীলীগ ও সাবেক উপজেলা চেয়ারম্যান। ৩. একেএম হেলাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক বড়লেখা উপজেলা আওয়ামীলীগ ও অধ্যক্ষ নারী শিক্ষা একাডেমি বড়লেখা। ৪. বিবেকানন্দ দাস, যুগ্ম সম্পাদক বড়লেখা উপজেলা আওয়ামীলীগ। ৫. আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী – সাংগঠনিক সম্পাদক – বড়লেখা উপজেলা আওয়ামীলীগ ও মেয়র বড়লেখা পৌরসভা।
