বড়লেখায় মদ খেয়ে মাতলামোর সময় জনতার হাতে যুবক আটক

বড়লেখার উত্তর শাহবাজপুরে মদ খেয়ে মাতলানোর অভিযোগে সেবুল আহমদ (৪০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।সে পার্শ্ববর্তী বিয়ানীবাজার উপজেলার জলডুপ( পাড়িয়াবহর) গ্রামের সুনাম উদ্দিনের পুত্র।

বৃহস্পতিবার বাদ সন্ধ্যা উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে স্থানীয় জনতা প্রথমে তাকে আটক করে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।
স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে শাহবাজপুর বাজারে মদ খেয়ে সেবুল আহমদ সহ দুইজন মাতলামি করছিলো৷ পরে স্থানীয় জনতা তাদের ধাওয়া করলে একজন পালিয়ে যায় এবং সেবুল আহমদকে ইউনিয়ন পরিষদের সামনে থেকে আটক করা হয়। আটকের পর শাহবাজপুর তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

শাহবাজপুর তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক রতন কুমার হালদার বলেন’ তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে৷ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started