আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থীতার জন্য বড়লেখা উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থীরা সিভি জমা দিয়েছেন।
প্রার্থী বাছাই উপলক্ষে আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের সভা আজ শনিবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়াম বড়লেখায় অনুষ্ঠিত হয়েছে।
সভায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপির সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর ‘র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুুর রহমান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নিখিল কুমার দাস। বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রনয় কুমার দে, সহ সভাপতি বিধান দাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস নান্টু,যুগ্ম সাধারণ সম্পাদক একে,এম হেলাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌর মেয়র আবু ইমাম মো. কামরান চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক আদালতের এপি,পি, গোপাল দত্ত।
এছাড়াও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
